Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/bijem/public_html/bangla/wp-content/plugins/revslider/includes/operations.class.php on line 2734

Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/bijem/public_html/bangla/wp-content/plugins/revslider/includes/operations.class.php on line 2738

Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/bijem/public_html/bangla/wp-content/plugins/revslider/includes/output.class.php on line 3679

Warning: Creating default object from empty value in /home/bijem/public_html/bangla/wp-content/themes/masterstudy/inc/redux-framework/redux-framework/inc/class.redux_filesystem.php on line 29
PR and modern communication techniques | Media Institute

জনসংযোগ, গণমাধ্যম ও যোগাযোগের আধুনিক কলাকৌশল

কোর্সটি কাদের জন্য: বিভিন্ন প্রতিষ্ঠানের জনসংযোগ, যোগাযোগ, তথ্য ও মিডিয়া বিভাগে কর্মরত বিভিন্ন পদের সিনিয়র/জুনিয়র কর্মকর্তাবৃন্দ। অথবা ভবিষ্যতে যারা জনসংযোগ/যোগাযোগকে পেশা হিসেবে নিতে চান, এমন সবার জন্য। শিক্ষার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
প্রযুক্তিগত সুবিধা: মাল্টিমিডিয়া প্রজেক্টর, টিভি ক্যামেরা, স্টিল ক্যামেরা, অটোকিউ, ল্যাপটপ, কম্পিটার, সাউন্ড সিস্টেমসহ আধুনিক অডিও-ভিজুয়াল ইকুইপমেন্ট ব্যবহৃত হবে।
বিজেম’র বিশেষত্ব: বিজেম সরকারী রেজিস্ট্রেশন প্রাপ্ত সাংবাদিকতা তথা গণমাধ্যম সংশ্লিষ্ট একটি বিশেষায়িত ইনস্টিটিউট। দীর্ঘ ১৫ বছর যাবৎ (প্রতিষ্ঠাকাল: ২০০২ ইং) এই প্রতিষ্ঠানটি গণযোগাযোগ, সাংবাদিকতা এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ে বিশ্বস্ততা বজায় রেখে সুনামের সঙ্গে মান সম্পন্ন প্রশিক্ষণ প্রদান করে আসছে এবং কর্মসংস্থানে সর্বাধিক সফলতা অর্জন করেছে।
অন্যান্য সুবিধা : ব্যাগ, খাতা, কলম আপ্যায়নসহ সকল কোর্স মেটেরিয়াল ফ্রি। কোর্স শেষে ডিনারসহ আনুষ্ঠানিকভাবে সনদপত্র প্রদান করা হয়।

কোর্সের মেয়াদ: ২ সপ্তাহ ব্যাপী। প্রতি রবিবার হতে বৃহস্পতিবার।

সময় : বিকাল সাড়ে ৩টা হতে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।

মোট প্রশিক্ষণ সময় : ৪০ ঘন্টা।

আসনসংখ্যা : সর্বোচ্চ ২৫ জন।

পাঠ্যসূচি : জনসংযোগ, গণমাধ্যম ও যোগাযোগ সংশ্লিষ্ট সকল বিষয়। আধুনিক, কার্যকর ও বাস্তবধর্মী।

প্রশিক্ষক : বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সিনিয়র শিক্ষকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার খ্যাতিমান সাংবাদিক, গণযোগাযোগ ও জনসংযোগ বিশেষজ্ঞ।

কোর্স ফি : ১০,০০০ (দশ হাজার) টাকা। কিস্তিতে পরিশোধযোগ্য।

Scroll Up