Warning: Creating default object from empty value in /home/bijem/public_html/bangla/wp-content/themes/masterstudy/inc/redux-framework/redux-framework/inc/class.redux_filesystem.php on line 29
Why BIJEM'sTraining | Media Institute

কেন বিজেম’র প্রশিক্ষণ

বিজেম এ কোর্স করার কারণ:

  • সরকারী রেজিস্ট্রেশন প্রাপ্ত দেশের একমাত্র বেসরকারী সাংবাদিকতা বা গণমাধ্যম ইনস্টিটিউট।
  • ঐতিহ্যবাহী (১৩ বছর), সুপরিচিত, অডিও-ভিজুয়াল যন্ত্রপাতি সুসজ্জিত ও মানসম্পন্ন ইনস্টিটিউট।
  • সবচেয়ে সফল গণমাধ্যম/সাংবাদিকতা ইনস্টিটিউট। বর্তমানে বিজেম প্রশিক্ষিত কমপক্ষে ১০০ জন সংবাদ উপস্থাপক এবং ৮০ জনেরও অধিক টিভি সাংবাদিক দেশের বিভিন্ন টিভি চ্যানেল ও রেডিওতে কর্মরত রয়েছেন। এছাড়া বিজেম প্রশিক্ষিত ৪শতাধিক সাংবাদিক সংবাদপত্র ও অনলাইন পত্রিকায় কাজ করছেন।
  • বিজেমের শিক্ষা ও প্রশিক্ষণের মান যেকোন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সমতূল্য কিংবা আরো ভাল।
  • তাত্ত্বিক ক্লাসের পাশাপাশি রয়েছে সর্বোচ্চ ব্যবহারিক ক্লাস; যা যে কোন প্রতিষ্ঠানের চেয়ে বেশি।
  • কোর্স পরিচালনার জন্য বিজেম-এর রয়েছে নিজস্ব এইচডিভি টিভি ক্যামেরা, ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ডিজিটাল স্টিল ক্যামেরা, অটোকিউ, এলইডি টেলিভিশন    প্রভৃতি।
  • বিজেম এ রয়েছে সর্বাধুনিক কম্পিউটার ল্যাব ও এডিটিং প্যানেল (সর্বশেষ মডেলের অ্যাপল কম্পিউটারসহ)।
  • সম্পূর্ণ ইনস্টিটিউট ওয়াইফাই জোন। দ্রুত গতির ইন্টারনেট ব্যবহারের সুবিধা।
  • সাংবাদিকতা এবং সংশ্লিষ্ট বিষয়ে বিজেম এ রয়েছে ২ হাজার বই ও জার্নাল সমৃদ্ধ লাইব্রেরী।
  • বিজেম-এর রিসোর্স পারসনরা (প্রশিক্ষকবৃন্দ) উচ্চ শিক্ষিত, দেশ-বিদেশে উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত সর্বোপরি খ্যাতিমান।
  • বিজেম-এর অভ্যন্তরীণ পরিবেশ অনেক উন্নত, আধুনিক আসবাবপত্রে সুসজ্জিত, এবং সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত।
  • বিজেম শুধু প্রশিক্ষণই প্রদান করে না, বিভিন্ন টিভি চ্যানেলে শিক্ষার্থীদেরকে কর্মসংস্থানের জন্য সর্বাত্মক সহযোগিতাসহ প্রয়োজনীয় পরামর্শ ও তথ্য প্রদান করে        থাকে। কোন কোন ক্ষেত্রে সরাসরি সুপারিশও করা হয়।
  • প্রত্যেক শিক্ষার্থীকে চাকুরীর জন্য প্রয়োজনীয় টিপস, অডিশনের নিয়মরীতিসহ আবেদনপত্র ও সিভির ফরম্যাট এবং টিভি, রেডিও, সংবাদপত্রের নাম, ঠিকানা,        ফোন, ফ্যাক্স, ইমেইল, উর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিকদের নাম লিখিতভাবে দেয়া হয়।
  • কোর্স শেষে শিক্ষার্থীরা বিজেম-এ এসে বিনামূল্যে প্রয়োজনীয় প্র্যাকটিস করার সুযোগ পেয়ে থাকে।
  • বিজেম-এর কোর্স ফি তুলানামূলকভাবে অনেক কম কিন্তু শিক্ষার্থীদের প্রদত্ত সুবিধা অনেক বেশি।
  • আকর্ষণীয় সনদপত্র বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে প্রদত্ত সনদপত্রের সঙ্গে প্রত্যেক শিক্ষার্থীকে প্র্যাকটিক্যাল ক্লাশের সিডি/ডিভিডিও দেয়া হয়।
Scroll Up