সেমিনার ও কর্মশালা

প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি বিজেম বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সেমিনারের আয়োজন করেছে। সেমিনারের মধ্যে উল্লেখযোগ্য হলো: ‘গণমাধ্যমের গণতন্ত্রায়ন ও বিকাশ: একটি মূল্যায়ন’, ‘পিলখানা হত্যাকান্ড: গণমাধ্যমের ভূমিকা’। কর্মশালার মধ্যে রয়েছে: মার্কিন চলচ্চিত্রকার এরিক জে এডামস পরিচালিত ‘চলচ্চিত্রের স্ক্রিপ্ট রাইটিং’। দেশের নেতৃস্থানীয় সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, সামরিক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং জনসংযোগ বিশেষজ্ঞগন এসব সেমিনারে আংশগ্রহণ করেছেন। এছাড়াও বিজেম কমিউনিটি রেডিও প্রতিষ্ঠার সংগে এবং তথ্য অধিকার আন্দোলনের সংগে জড়িত।

seminar‘স্টোরি, স্ট্রাকচার অ্যান্ড স্ক্রীন রাইটিং’ এর উপর ওয়ার্কশপ পরিচালনা করছেন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক মিঃ এরিক জে. এডামস

seminarবিজেম ‘ওয়ার্লড প্রেস ফ্রিডম ডে’ শীর্ষক সেমিনারের আয়োজন করে

seminarমিজ কায়রা এ বুচকো, কনফ্লিক্ট রিজোলিউশন স্পেশালিস্ট ও লইয়ার (যুক্তরাষ্ট্র) বিজেম পরিদর্শন করেন

seminar‘গণমাধ্যমে গণতন্ত্রায়ন ও বিকাশ: একটি মূল্যায়ন’ শীর্ষক সেমিনারে বক্তারা

seminar‘পিলখানা হত্যাযজ্ঞ: গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তারা

seminarসেমিনারে উপস্থিত বক্তারা

Scroll Up