ফটোগ্রাফি ও ফটোসাংবাদিকতা

photography

“একটি ছবি হাজার শব্দের চেয়েও শক্তিশালী”-চীনের এই প্রবাদটির মধ্যেই লুকিয়ে আছে ছবি বা আলোকচিত্রের মাহাত্ম। শাব্দিক অর্থে আলোকের সাহায্যে যে চিত্র অংকন করা হয়, তাই হলো ফটোগ্রাফি বা আলোকচিত্র। ফটোগ্রাফির মধ্যে আছে বিজ্ঞান, প্রযুক্তি এবং নানাবিধ কলাকৌশল। অপরদিকে ফটোগ্রাফির পথ ধরেই ফটসাংবাদিকতা বিকশিত হয়েছে। ফটো বা আলোকচিত্রের সংবাদমূল্য আছে এমন কোন ঘটনা, সংবাদ পরিবেশন করার প্রক্রিয়াই হলো ফটোসাংবাদিকতা। সংবাদপত্রসহ সকল গণমাধ্যমে ফটোসাংবাদিকতা আজ একটি গুরুত্বপূর্ণ ও শক্তিশালী মাধ্যম। পেশা হিসেবে খুবই মর্যাদাপূর্ণ, সম্মানজনক এবং আয় বা বেতনও আকর্ষণীয়। যারা ফটোগ্রাফি শিখতে চায় , হতে চায় ফটোজার্নালিস্ট বা ফটোসাংবাদিক তাদের জন্য বিজেম এর কোর্স ‘ফটোগ্রাফি ও ফটোসাংবাদিকতা’ (Photography and Photo journalism)।

কর্মসংস্থানে সহযোগিতা: জাতীয় দৈনিক, বিভিন্ন সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক পত্র-পত্রিকা, অনলাইন নিউজপেপারসহ সরকারী-বেসরকারী অফিসে কর্মসংস্থানে শিক্ষার্থীদের প্রয়োজনীয় গাইডলাইন, সিভির ফরমেট, অ্যাপলিকেশনের ফরমেট এবং ফোন নাম্বারসহ সকল তথ্য ও পরামর্শ প্রদান করা হয়।

বিজেম’র বিশেষত্ব: বিজেম সরকারী রেজিস্ট্রেশন প্রাপ্ত সাংবাদিকতা তথা গণমাধ্যম সংশ্লিষ্ট একটি বিশেষায়িত ইনস্টিটিউট। দীর্ঘ ১৫ বছর যাবৎ (প্রতিষ্ঠাকাল: ২০০২ ইং) এই প্রতিষ্ঠানটি গণযোগাযোগ, সাংবাদিকতা এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ে বিশ্বস্ততা বজায় রেখে সুনামের সঙ্গে মান সম্পন্ন প্রশিক্ষণ প্রদান করে আসছে এবং কর্মসংস্থানে সর্বাধিক সফলতা অর্জন করেছে।

অন্যান্য সুবিধা: ফ্রি খাতা-কলম ও লেকচার শিট, আপ্যায়ন, শীতাতপ নিয়ন্ত্রিত প্রশিক্ষণ কক্ষ, ফ্রি ওয়াই-ফাই জোন প্রভৃতি। কোর্স শেষে শিক্ষার্থীরা বিজেম-এ ফ্রি প্র্যাকটিসের সুবিধা পেয়ে থাকেন।

সনদপত্র: কোর্স শেষে শিক্ষার্থীদেরকে আনুষ্ঠানিকভাবে সনদপত্র প্রদান করা হয়।

কোর্সের মেয়াদ: প্রায় ৩ মাস।

ক্লাস হবে: প্রতি সপ্তাহে ২ দিন (সোমবার ও বৃহস্পতিবার)।

সময়: বিকেল ৫টা- রাত ৮টা।

মোট প্রশিক্ষণ সময়: প্রতিদিন ৩ ঘন্টা করে মোট ক্লাস হবে ৭২ ঘন্টা।

আসন সংখ্যা: সর্বোচ্চ ১৫ জন।

কোর্স ফি: ৬,৫০০ (ছয় হাজার পাঁচশত) টাকা। কিস্তিতে পরিশোধযোগ্য।

পাঠ্যসূচি: ইনট্রোডাকশন টু ফটোগ্রাফী, ডিজিটাল ইমেজিং সিস্টেম, লেন্সেস অ্যান্ড ফিল্টারস, ফোকাস অ্যান্ড এক্সপোজার, এ্যাপারচার অ্যান্ড ডেপ্থ অফ ফিল্ড, শাটার স্পীড অ্যান্ড আইএসও, কম্পোজিশন অ্যান্ড ফ্রেমিং, লাইটস অ্যান্ড লাইটিং, পোস্ট প্রোডাকশন/ফটো এডিটিং, কেয়ার অ্যান্ড মেইনটেনেন্স, রিভিউ ক্লাসসহ ফটোসাংবাদিকতার উপর বিশেষ লেকচার।

Scroll Up