Warning: Creating default object from empty value in /home/bijem/public_html/bangla/wp-content/themes/masterstudy/inc/redux-framework/redux-framework/inc/class.redux_filesystem.php on line 29
নির্বাহী পরিচালক – Media Institute

নির্বাহী পরিচালক

mirza tarek

মির্জা তারেকুল কাদের

বিশিষ্ট সাংবাদিক, জনসংযোগ বিশেষজ্ঞ, লেখক ও গবেষক মির্জা তারেকুল কাদের বিজেম এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। প্রগতিশীল চিন্তা ও সৃজনশীল দৃষ্টিভঙ্গির অধিকারী তিনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে অনার্স সহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন। এই বিভাগের প্রথম অনার্স ব্যাচের ছাত্র ছিলেন তিনি।

দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক ও সাপ্তাহিকীতে গণযোগাযোগ, গণমাধ্যম, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ে তাঁর অসংঅখ্য লেখা প্রকাশিত হয়েছে। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলা একাডেমীসহ ভারত থেকেও তাঁর একাধিক গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। বাংলা একাডেমির গবেষণা বিভাগ থেকে প্রকাশিত হয় তাঁর সাড়া জাগানো গবেষণা গ্রন্থ “বাংলাদেশের চলচ্চিত্র শিল্প” (৭৩৭ পৃঃ)। বাংলাদেশে জনসংযোগ বিষয় নিয়ে এযাবৎ প্রকাশিত একমাত্র গ্রন্থ “জনসংযোগ ও প্রকাশনা” (৫২০পৃঃ) বইটি তাঁর সম্পাদিত। “রাজনীতিতে জনসংযোগ ও নির্বাচনী প্রচার কৌশল” নামে তাঁর লেখা সর্বশেষ গ্রন্থ ।

মির্জা তারেক একজন দক্ষ সংগঠক হিসেবে খুবই পরিচিত। বর্তমানে তিনি বাংলাদেশ জনসংযোগ সমিতি এবং বাংলাদেশ সম্পাদনা ও প্রকাশনা সমিতি’র নির্বাচিত সভাপতি। গবেষণা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি পশ্চিম বঙ্গের “তিস্তা-তোরষা অ্যাওয়ার্ড” সহ বাংলাদেশের বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।

বিস্তারিত

award
বিজেম এর নির্বাহী পরিচালক মির্জা তারেকুল কাদের গবেষণা ও প্রকাশনায় অসামান্য অবদানের জন্য দেশে ও বিদেশে অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন

নির্বাহী পরিচালকের সাফল্য

book
“বাংলাদেশের চলচ্চিত্র শিল্প” বইটির লেখক মির্জা তারেকুল কাদের। প্রকাশিত হয়েছে বাংলা একাডেমী থেকে
book
“রাজনীতিতে জনসংযোগ ও নির্বাচনী প্রচার কৌশল” বইটির লেখক মির্জা তারেকুল কাদের
book
“জনসংযোগ ও প্রকাশনা” বইটি মির্জা তারেকুল কাদের কর্তৃক সম্পাদিত