গ্রাফিক ডিজাইন

graphic-design

প্রযুক্তির চরম উৎকর্ষতা বিশেষভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সর্বক্ষেত্রেই খুলে দিয়েছে অপার সম্ভাবনার দ্বার। কম্পিউটার সম্বন্ধে ন্যূনতম জ্ঞান আর সৃজনশীল কিছু করার তীব্র আকাংখাই পারে একজন গ্রাফিক ডিজাইনারের জীবন বদলে দিতে। ইন্টার অ্যাকটিভ মিডিয়া, ব্র্যান্ড ডিজাইন, লোগো ডিজাইন, মার্কেটিং ব্রশিউর, ওয়েবসাইট ডিজাইন, মোবাইল আ্যাপলিকেশন ডিজাইন, পত্র-পত্রিকাসহ সকল ছাপা কাজের ডিজাইন এমনকি টেলিভিশনের নিউজ এবং অনুষ্ঠানে অনেক গ্রাফিক ডিজাইনারের প্রয়োজন। একজন দক্ষ ও ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনারের বেতন খুবই আকর্ষণীয়। জব মার্কেটে ব্যাপক চাহিদা এবং দক্ষ মানবসম্পদ তৈরীর লক্ষ্যে বিজেম এর কোর্স ‘গ্রাফিক ডিজাইন’ বা Graphic Design ।

কর্মসংস্থানে সহযোগিতা: কর্মসংস্থানে শিক্ষার্থীদের প্রয়োজনীয় গাইডলাইন, তথ্য ও পরামর্শ প্রদান করা হয়।

বিজেম’র বিশেষত্ব: বিজেম সরকারী রেজিস্ট্রেশন প্রাপ্ত সাংবাদিকতা তথা গণমাধ্যম সংশ্লিষ্ট একটি বিশেষায়িত ইনস্টিটিউট। দীর্ঘ ১৫ বছর যাবৎ (প্রতিষ্ঠাকাল: ২০০২ ইং) এই প্রতিষ্ঠানটি গণযোগাযোগ, সাংবাদিকতা এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ে বিশ্বস্ততা বজায় রেখে সুনামের সঙ্গে মান সম্পন্ন প্রশিক্ষণ প্রদান করে আসছে এবং কর্মসংস্থানে সর্বাধিক সফলতা অর্জন করেছে।

প্রযুক্তিগত সুবিধা: হাই কনফিগারেশনের কম্পিউটার ল্যাব, ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, টিভি ক্যামেরা, স্টিল ক্যামেরা, সাউন্ড সিস্টেমসহ আধুনিক উপকরণ। সুসজ্জিত ক্লাসরুম।

অন্যান্য সুবিধা: ফ্রি খাতা-কলম ও লেকচার শিট, আপ্যায়ন, শীতাতপ নিয়ন্ত্রিত প্রশিক্ষণ কক্ষ, ফ্রি ওয়াই-ফাই জোন প্রভৃতি। কোর্স শেষে শিক্ষার্থীরা বিজেম-এ ফ্রি প্র্যাকটিসের সুবিধা পেয়ে থাকেন।

সনদপত্র: কোর্স শেষে শিক্ষার্থীদেরকে আনুষ্ঠানিকভাবে সনদপত্র প্রদান করা হয়।

কোর্সের মেয়াদ: ৩ মাস।

ক্লাস হবে: সপ্তাহে ২ দিন (সোমবার ও বৃহস্পতিবার)।

সময়: বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৮টা।

মোট প্রশিক্ষণ সময়: ৭২ ঘন্টা।

পাঠ্যসূচি: ফটোশপ, ইলাসট্রেটর।

কোর্স ফি: সর্বমোট ১০,০০০ (দশ হাজার) টাকা। কিস্তিতে পরিশোধযোগ্য।

আসন সংখ্যা: সর্বোচ্চ ২০ জন।

Scroll Up