গণযোগাযোগ, সাংবদিকতা (প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন), জনসংযোগ, চলচ্চিত্র, বিজ্ঞাপন, প্রকাশনাসহ সাংবাদিকতা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর বিজেম গ্রন্থাগারে রয়েছে প্রায় ২ হাজার গ্রন্থ। সাংবাদিকতা বিষয়ে বেশ কিছু দুষ্প্রাপ্য ও মূল্যবান গ্রন্থও রয়েছে এই লাইব্রেরীতে। এছাড়া রয়েছে প্রচুর জার্নাল এবং কয়েক হাজার বিদেশী পত্র-পত্রিকা। অপরদিকে ৫ শতাধিক বিষয়ের উপর পেপার ক্লিপিংস আছে এই গ্রন্থাগারে; সেগুলো সাংবাদিক, সাংবাদিকতার ছাত্র-ছাত্রী, লেখক, গবেষকদের কাজে সহায়ক হতে পারে।
গ্রন্থাগার/প্রেস ক্লিপিংস

