শিশু-কিশোরদের টিভি সংবাদ উপস্থাপনা ও টিভি সাংবাদিকতা

শিশু-কিশোরদের অনেকেই খুব প্রতিভাবান, মেধাবী ও সৃজনশীল। অনেক সময় প্রতিভার বহিঃপ্রকাশ ঘটে না, প্রতিভা লুকিয়ে থাকে। এই লুকানো বা সুপ্ত প্রতিভা বিকাশের জন্য প্রয়োজন যথাযথ প্রশিক্ষণ। আধুনিক যুগ হলো মিডিয়ার যুগ। মিডিয়ার প্রতি সকল বয়সের সকল মানুষের আকর্ষণ আরো বেশী। শিশু-কিশোররাও বিচ্ছিন্ন নয়। মানসম্পন্ন প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে শিশু-কিশোররাও হতে পারে সংবাদ উপস্থাপক, টিভি সাংবাদিক অথবা অনুষ্ঠান উপস্থাপক। বিটিভিসহ বেসরকারী টিভি ও রেডিওতে শিশু-কিশোরদের অনেক অনুষ্ঠান রয়েছে। দক্ষতা অর্জনের পর এসব অনুষ্ঠানে তারাও অংশ নিতে পারে। আবার মিডিয়ায় কাজ করতে আগ্রহী হলে ভবিষ্যতের জন্যও নিজেকে তৈরী করে রাখতে পারে। তাহলে একদিকে যেমন তার সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটতে পরে, তেমনই তার জড়তা কমবে, অধিকতর স্মার্ট ও আত্মবিশ্বাসী হয়ে উঠবে। এই বিষয়টির দিকে বিশেষভাবে লক্ষ্য রেখে শিশু-কিশোরদের জন্য বিজেম এর কোর্স “শিশু-কিশোরদের টিভি সংবাদ উপস্থাপনা ও টিভি সাংবাদিকতা” বা TV News Presentation and TV Reporting for Children।

বিজেম’র বিশেষত্ব: বিজেম সরকারী রেজিস্ট্রেশন প্রাপ্ত সাংবাদিকতা তথা গণমাধ্যম সংশ্লিষ্ট একটি বিশেষায়িত ইনস্টিটিউট। দীর্ঘ ১৫ বছর যাবৎ (প্রতিষ্ঠাকাল: ২০০২ ইং) এই প্রতিষ্ঠানটি গণযোগাযোগ, সাংবাদিকতা এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ে বিশ্বস্ততা বজায় রেখে সুনামের সঙ্গে মান সম্পন্ন প্রশিক্ষণ প্রদান করে আসছে এবং কর্মসংস্থানে সর্বাধিক সফলতা অর্জন করেছে।

অন্যান্য সুবিধা : খাতা, কলম, আপ্যায়নসহ সকল কোর্স মেটেরিয়াল ফ্রি।

সনদপত্র : কোর্স শেষে অনুষ্ঠানের মাধ্যমে সকল শিক্ষার্থীকে সনদপত্র দেয়া হবে। সাথে থাকবে তার উপস্থাপনা ও রিপোর্টিং এর ডিভিডি।

কোর্সের মেয়াদ: ২ মাস।

ভর্তির যোগ্যতা : ১০ হতে ১৫ বৎসর পর্যন্ত স্কুলে অধ্যয়নরত ছেলে-মেয়ে।

ক্লাস হবে : প্রতি শুক্র ও শনিবার সকালে।

সময় : সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত।

মোট প্রশিক্ষণ সময় : ৪৮ ঘন্টা। প্রয়োজনে থাকবে বোনাস ক্লাস।

পাঠ্যসূচি : সংবাদ উপস্থাপনা ও টেলিভিশন সাংবাদিকতা নিয়ে তাত্ত্বিক ক্লাসের পাশাপাশি প্রচুর ব্যবহারিক ক্লাস থাকবে।

প্রযুক্তিগত সুবিধা: ক্লাসে ব্যবহার করা হবে টিভি ক্যামেরা, অটোকিউ, মাল্টিমিডিয়া, ল্যাপটপসহ এলইডি টেলিভিশন।

প্রশিক্ষক : ক্লাস নিবেন টেলিভিশনের খ্যাতিমান সংবাদ উপস্থাপক ও টিভি রিপোর্টারবৃন্দ এবং উচ্চারণ বিশেষজ্ঞগন।

কোর্স ফি : ৮,৫০০ (আট হাজার পাঁচশত) টাকা। কিস্তিতে পরিশোধযোগ্য।

Scroll Up