Warning: Creating default object from empty value in /home/bijem/public_html/bangla/wp-content/themes/masterstudy/inc/redux-framework/redux-framework/inc/class.redux_filesystem.php on line 29
Teachers | Media Institute - Part 2

প্রশিক্ষকবৃন্দ

মির্জা তারেকুল কাদের

নির্বাহী পরিচালক, বিজেম

বাংলাদেশ ইন্সটিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেক্ট্রনিক মিডিয়া (বিজেম) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। মির্জা তারেক একজন লেখক, গবেষক, জনসংযোগবিদ হিসেবেও খ্যাতিমান। গবেষনায় ভারতের বিখ্যাত তিস্তা-তোরসা পুরস্কারে ভূষিত হয়েছেন।

সাদাত শাকের

সিনিয়র সংবাদ উপস্থাপক

বর্তমানে বাংলাভিশনের সিনিয়র সংবাদ উপস্থাপক জনাব সাদাত শাকের। এ বিষয়ে তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও নৈপুণ্য তাঁকে এনে দিয়েছে খ্যাতি ও জনপ্রিয়তা। রিসোর্স পারসন হিসেবেও বিশেষভাবে সমাদৃত। সংবাদ উপস্থাপনার পাশাপাশি ব্যাংকার হিসেবেও কাজ করছেন।

শরিফুজ্জামান পিন্টু

বিশেষ প্রতিনিধি, প্রথম আলো

প্রথম আলোর বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন। শিক্ষা বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন লিখে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তাঁর ঝুঁড়িতে রয়েছে বেশ কয়েকটি পুরস্কার। দৈনিক জনকন্ঠ ও প্রথম আলোর চীফ রিপোর্টার হিসেবেও দক্ষতা ও নৈপুণ্যের স্বাক্ষর রেখেছেন।

আসাবুল হক নান্নু

সিনিয়র ভিডিও এডিটর

বর্তমানে এনটিভিতে সিনিয়র ভিডিও এডিটর পদে কর্মরত রয়েছেন। কর্মজীবন শুরু করেছিলেন ইটিভি দিয়ে। ভারত হতে ভিডিও এডিটিং এ উচ্চতর প্রশিক্ষণ গ্রহন করেছেন। ভিডিও এডিটিং এ দক্ষ প্রশিক্ষক হিসেবে তাঁর রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম।

রিপন রহমান খান

ভিডিও ক্যামেরা পরিচালনা প্রশিক্ষক

চ্যানেল আইএর সাবেক চীফ ক্যামেরাম্যান রিপন রহমান খান। ক্যামেরা পরিচালনা বিষয়ে একজন দক্ষ প্রশিক্ষক হিসেবে তাঁর রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম। বর্তমানে মায়ান অডিও ভিজ্যুয়াল এর প্রধান নির্বাহী তিনি। পেশাগত কারণে পৃথিবীর বহু দেশ পরিভ্রমন করেছেন।

মোঃ শামসুল হুদা

ক্যামেরাম্যান

স্টিল ফটোগ্রাফী এবং ভিডিওগ্রাফীতে সমান পারদর্শী ও খ্যাতিমান মোঃ শামসুল হুদা বর্তমানে একাত্তর টিভির সিনিয়র ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান হিসেবে কাজ করেছেন আরটিভি ও ইটিভিতে। তিনি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন

মোঃ শরিফ হোসেন শিহাব

গ্রাফিক ডিজাইনার

তরুন প্রজন্মের মধ্যে যারা গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন জনাব শিহাব। তিনি ইউএনডিপি, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, বিডিজবস এর প্রশিক্ষক। এবিষয়ে তার অভিজ্ঞতা ও দক্ষতা তাকে এনে দিয়েছে খ্যাতি ও সন্মান।

নতুন

সংক্ষিপ্ত পরিচিতি
Scroll Up